কিশোরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শহরের শহীদী মসজিদে সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রা থেকে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্লোগান দেয় নেতাকর্মী।
জানা গেছে, ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল থেকে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদে সামনে জড়ো হতে থাকে শিবিরের নেতাকর্মীরা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এই শোভাযাত্রায় জেলা বিভিন্ন সাখা থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। শোভাযাত্রা থেকে নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এসময় যুদ্ধাপরাধ মামলায় আটক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবিতেও স্লোগান দেয় শিবিরের নেতা কর্মীরা। শোভাযাত্রা শেষে গুরুদয়াল সরকারি কলেজের সামন সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় ছাত্রশিবিরের নেতাকর্মী।
সমাবেশে বক্তব্যে ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন বলেন, ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিয়ে অনতিবিলম্বে দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডির বিচারেরও দাবি জানান তিনি।
শোভাযাত্রা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলমের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী র্যালিতে সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট শেক মোহাম্মদ রোকন রাজা, ডক্টর জহির সাদাত, খালেদ হাসান জুম্মন, আবু নাসের মোহাম্মদ নঈম, মাহফুজুল হক মাসুম, মুস্তাকিম বিল্লাহ, মাহফুজুর রহমান, জুনায়েদ সাকী প্রমুখ উপস্থিত ছিলেন।