বর্তমান সরকার সন্ত্রাস জঙ্গিবাদের মতো মাদককের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি হেড কোয়াটারে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। বলেন, মাদকমুক্ত দেশ গড়তে না পারলে ২০২১ ও ২০৪১ সালের যে ভিশন নিয়ে সরকার কাজ করছে তা ব্যর্থ হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত রক্ষা করে চলেছে বিজিবি ও কোষ্টগার্ড। এর ফলে সন্ত্রাস ও জঙ্গিবাদের মত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আনা সম্ভব।
নিউজ ডেস্ক / বিজয় টিভি