আগামীকাল থেকে দেশব্যাপী চাল ও আটা খোলা বাজারে বিক্রি শুরু হচ্ছে।
চলমান ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারিত করে, ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করবে সরকার।
এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীদেরও দেয়া হবে ওএমএসের চাল। তারা মাসে ৫ কেজি করে ২ বার চাল নিতে পারবেন। এছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি প্রান্তিক পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেয়া হবে।