ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ায় ২৪ ঘণ্টা পর মোংলা বন্দরের পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে পণ্য খালাস কার্যক্রম শুরু করেন শ্রমিকরা।
এর আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার দুপুর থেকে মোংলা বন্দরের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে মোংলা বন্দরে প্রায় ২৪ ঘণ্টা পণ্য বোঝাই-খালাস বন্ধ ছিল। তবে বন্দরে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
বন্দরের হারবার বিভাগ সূত্রে জানা যায়, মোংলা বন্দরে মঙ্গলবার সকাল পর্যন্ত ১১টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এর মধ্য থেকে ৩টি জাহাজ পণ্য খালাস শেষে আজ বন্দর ত্যাগ করবে। পণ্য খালাসের জন্য আরও ২টি জাহাজ আজ বন্দরে আসবে।