1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
‘এভাবে নিঃস্ব হয়ে যাব কল্পনাও করিনি’ - বিজয় টিভি
ঢাকা শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

‘এভাবে নিঃস্ব হয়ে যাব কল্পনাও করিনি’

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম দুলাল, বাড়ি চাঁদপুর। মোহাম্মদপুর কৃষি মার্কেটে পাইকারি মুদি দোকান ছিল তার। কিন্তু আগুনের লেলিহান শিখায় রাতের ব্যবধানে নিঃস্ব হয়ে গেছেন। মার্কেটের এক কোনে বসে তাকিয়ে ছিলেন পোড়া দোকানটার দিকে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টা নাগাদ মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। যা সকাল ৯টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের পাশাপাশি উদ্ধারকাজে অংশগ্রহণ করেছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব। রয়েছেন স্থানীয় জনতাও।

জাহাঙ্গীর আলম দুলাল বলেন, ২০ লাখ টাকা লগ্নি করে বছরখানেক আগে দোকানটা দিয়েছিলাম। সব পুড়ে গেল। এভাবে নিঃস্ব হয়ে যাব কল্পনাও করিনি।

একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন পাশের দোকানদার শওকত ট্রেডার্সের মালিক শওকত ইসলামও। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়েছিলাম ভোরে। কিন্তু আসতে আসতে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে।ব্যবসায়ীরা মালামাল বের করার মতো সময় পাননি। মার্কেটের একাংশে অগ্নিকাণ্ড শুরু হলেও মুহূর্তেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

মা এন্টারপ্রাইজের কর্মচারী রানা বলেন, মালামাল যে বের করবো সে অবস্থাও ছিল না। প্রচণ্ড ধোঁয়ার কারণে দোকানের ভেতরে যেতে পারিনি। চোখের সামনে পুড়ে সব শেষ হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে পুরো মার্কেটে কয়েক কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেন ধারণা করা হচ্ছে। তিশা জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মোশাররফ হোসেন পাটোয়ারী বলেন, প্রত্যেক দোকানে মিনিমাম ১০ লাখ টাকার মালামাল ছিল। পুরো মার্কেটজুড়ে দোকান ছিল প্রায় ৫০০ এর মতো।

আগুনের সূত্রপাত কীভাবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন ব্যবসায়ীরা। মার্কেটে রাত ১০টার পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। সে হিসেবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন তারা।

হক বেকারির মালিক বলেন, আগুন কীভাবে লাগল এটাই এখনো ক্লিয়ার না। কারণ রাতে মার্কেটে বিদ্যুৎ সংযোগ অফ থাকে। সেখান থেকে আগুন লাগার সম্ভাবনা কম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

শনিবার, ৯ আগস্ট, ২০২৫
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

রবিবার, ৩ আগস্ট, ২০২৫
হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর!

হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর!

শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.