রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বহুতল ভবনটির ১৫ তলায় এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুনের খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন। ধোঁয়ায় আটকে পড়া দুজন পুরুষ ও একজন নারীকে নিরাপদে উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানা যাবে।