তীব্র শীতের কারণে নতুন করে বিভিন্ন জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকালে বিভিন্ন জেলায় স্কুল বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়া জেলাগুলো হলো-লালমনিরহাট, বগুড়া, চুয়াডাঙ্গা।
লালমনিরহাটে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ৮ টায় লালমনিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী বলেন, সকালে আবহাওয়া অফিসে খোঁজ নিয়ে জানার পরপরই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে বগুড়ায়ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া তীব্র শীত, কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে চুয়াডাঙ্গায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার (২২ জানুয়ারি) ও মঙ্গলবার পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে