গাজীপুরের ভোগড়ায় প্যানারোমা নামে একটি পোশাক কারখানায় নারী শ্রমিকের মৃত্যুর খবরে মহাসড়ক অবরোধ করে যানবাহনে অগ্নিসংযোগ করেছে পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে যৌথবাহিনী এসে ধাওয়া দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সোমবার(৩ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে জেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে, ভোগড়া এলাকার প্যানারোমা গার্মেন্টসে এক নারী কর্মী অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি প্রকাশের পর শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কর্মবিরতি দেন। পরে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এসময় কিছু যানবাহন ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন পোশাক শ্রমিকরা।
গাজীপুরের পুলিশ সুপার ডা. মো: জাবের সাদেক বলেন, গাজীপুরের ভোগড়া এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। তারা যাতে মহাসড়কে উতপ্ত পরিস্থিতি তৈরি করেছিলেন। পারে তার জন্য যৌথবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।