২০১৩ সালের ৫ মে। ইসলাম অবমাননাকারীদের শাস্তি ও নারীনীতির বিরোধীতা করে ১৩ দফা দাবিতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ। দিনভর চলা সমাবেশে বিকেলের দিকে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন কওমী মাদরাসা ভিত্তিক সংগঠনটির নেতারা। দিনভর দফায় দফায় চলে নানামুখী সংঘর্ষ।
সন্ধ্যা গড়িয়ে রাত নামলে পরিস্থিতি পাল্টে যায়। মতিঝিল, পল্টন, বায়তুল মোকাররমসহ বিভিন্ন স্থানে জ্বলতে থাকে আগুন। হেফাজত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে মধ্যরাতে অপারেশনের প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা বাহিনী। রাত তিনটার দিকে একদিক খোলা রেখে তিনদিক থেকে চালানো হয় অপারেশন। ঘণ্টা দুয়েকের মধ্যে পুরো এলাকা ফাঁকা হয়ে যায়।
মতিঝিলে হেফাজতের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী পরিচালিত অপারেশনে ঠিক কতজন নেতাকর্মী নিহত হয়েছেন- তার সঠিক সংখ্যা এখনও নির্ণয় করতে পারেনি সংগঠনটি। যদিও নিহত ৬১ জনের তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন, অধিকার।
শাপলা চত্বরে হামলা নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছে দেশ-বিদেশে। সেই সময়ে এ ঘটনায় কোনো মামলা দায়ের করতে পারেনি হেফাজত। উল্টো সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয় বিভিন্ন থানায়। রাজনৈতিক পট পরিবর্তনের পর শাপলার ঘটনাকে গণহত্যা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দু’টি অভিযোগ জমা দেয় হেফাজত। যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, জিয়াউল আহসানসহ অর্ধশত ব্যক্তিকে আসামি করা হয়।
এ ঘটনার এক যুগ পর পাল্টেছে পরিস্থিতি। কিন্তু নিহতের সঠিক সংখ্যা কী নির্ণয় করতে পেরেছে হেফাজত? এ বিষয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জানান, বেশকিছু লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। চাপের মুখে অনেক পরিবার তাদের পরিবারের সদস্যের মারা যাওয়ার বিষয়টি চেপে গিয়েছেন। মে মাসের মধ্যেই নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।