নিউজ ডেস্ক / বিজয় টিভি
হাইকোর্টে রিট করে সংবাদকর্মীদের নবম ওয়েজবোর্ড আটকে দেয়ায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা।
দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের এক সমাবেশ থেকে এ ঘোষণা করা হয়। এ গণমাধ্যম সম্পাদকসহ ‘নোয়াব’ সংশ্লিষ্টদের ‘চট্টগ্রামে যেখানেই দেখা যাবে সেখানেই প্রতিহত করা হবে ‘বলেও ঘোষণা দিয়ে তারা। সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জানান, নবম ওয়েজবোর্ড ও সাংবাদিকদের অধিকার নিয়ে ‘নোয়াব’ সভাপতি মতিউর রহমান ষড়যন্ত্র করছেন। সাংবাদিকদের অধিকার বঞ্চিত করার অপচেষ্টার জন্য তাকে চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি