বলিউডে এখন সিনেমার মতোই বিজ্ঞাপনও হয়ে উঠেছে ব্লকবাস্টার প্রজেক্ট। কোনো তারকা যখন ব্র্যান্ডের মুখ হন, সেটি আর কেবল বিজ্ঞাপন থাকে না—পরিণত হয় এক ‘মিনি মুভি’-তে। এবার তেমনই এক ব্যয়বহুল বিজ্ঞাপন নিয়ে আলোচনা জমেছে ভারতীয় বিনোদন অঙ্গনে।
শোনা যাচ্ছে, রণবীর সিং, ববি দেওল ও শ্রীলীলাকে নিয়ে নতুন এক বিজ্ঞাপন নির্মাণ করছেন দক্ষিণী হিটমেকার অ্যাটলি কুমার। এটি কোনো সাধারণ কমার্শিয়াল নয়—প্রায় ১৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০৭ কোটি ৮৯ লাখ টাকা) ব্যয়ে নির্মিত হচ্ছে এটি! ভারতীয় গণমাধ্যম বলছে, এটি হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল বিজ্ঞাপনচিত্র।
একটি সূত্র জানায়, “অ্যাটলি কুমার ‘চিং’স দেশি চাইনিজ’-এর জন্য এই বিজ্ঞাপন নির্মাণ করছেন। এতে আবার ফিরছে রণবীর সিংয়ের জনপ্রিয় চরিত্র ‘ক্যাপ্টেন চিং’। তবে এবারের আয়োজন আরও বড়—চোখ ধাঁধানো অ্যাকশন, হাই-অ্যান্ড ভিএফএক্স আর অ্যাটলি-স্টাইলের এনার্জিতে ভরপুর।”
শুধু তাই নয়, বিজ্ঞাপনটির জন্য বানানো হয়েছে বিশাল সেট, শুটিং চলছে একাধিক আন্তর্জাতিক লোকেশনে। সিয়াসাত ডটকমের খবর অনুযায়ী, এই প্রজেক্টের বাজেট এমনকি সাম্প্রতিক কিছু বলিউড ছবির চেয়েও বেশি—যেমন ছাবা (১৩০ কোটি রুপি) বা রেইড টু (১২০ কোটি রুপি)।
অ্যাটলি কুমার দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত নাম। ২০১৩ সালে রাজা রানি দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর থেরি, মের্শাল, বিগিলি এবং শাহরুখ খানের জওয়ান—সব কটিই সুপারহিট।
এই বিজ্ঞাপনের পর অ্যাটলি আরও বড় স্বপ্ন দেখছেন—‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে নিয়ে নতুন সিনেমা AA22×A6 বানাচ্ছেন তিনি। আনুমানিক বাজেট? প্রায় ৮০০ কোটি রুপি—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০০ কোটি টাকা!
অতএব, অ্যাটলির হাতে তৈরি এই নতুন বিজ্ঞাপন শুধু ব্র্যান্ড প্রোমোশন নয়—এ যেন বলিউডে শুরু হতে চলেছে বিজ্ঞাপন যুগের নতুন ‘সিনেমাটিক বিপ্লব’।