আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ত্রিবার্ষিকী সম্মেলনের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নিতে সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের স্লোগান মুখরিত হয়ে উঠেছে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান । আজ (বুধবার) বেলা ১১ টা ১০ মিনিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করা হয়।
কৃষক লীগের নেতাদের প্রত্যাশা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলা গড়তে যে নেতা কাজ করবেন, আগামী দিনে আমরা সেই ধরনের নেতৃত্ব চাই। দুর্নীতিবাজ, সন্ত্রাসী এমন কোনও নেতাকে আমরা নেতৃত্বে চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে পারবে এমন নেতারাই যেন নেতৃত্বে আসে।
অনলাইন নিউজ ডেস্ক / বিজয় টিভি