ফায়ার সার্ভিস আর আগের মতো নেই, তারা এখন নিজেদের জীবন বাজি রেখে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সকালে ফায়ার সার্ভিস ও ডিফেন্স সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে রূপগঞ্জ র্পূবাচলে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরচিালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাত হোসাইনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সুরক্ষা মন্ত্রণালয়ের সচিব শহীদুজ্জামান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এ সময় আরো উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিসের অর্থ ও প্রশাসনের পরিচালক হাবিবুর রহমান, মহরার সহকারী পরিচালক সালেহ উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি