সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর জানাজা সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত জানাজায় সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট ডিভিশনের বিচারপতিগণ, এটর্নি জেনারেল মাহবুবে আলম, এটর্নি জেনারেল অফিসের কর্মকর্তাবৃন্দ, সুপ্রিমকোর্ট বার সভাপতি এ এম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট বার-এর কর্মকর্তাগণ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস, সুপ্রিমকোর্ট বার-এর সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীনসহ বিপুল সংখ্যক আইনজীবী এবং সুপ্রিমকোর্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে তার মরদেহ সিলেটের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়।
সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে রাজধানীর ধানমন্ডিস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি-রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সকালে ধানমন্ডি তাক্ওয়া মসজিদে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ বাদ এশা সিলেটে হযরত শাহজালাল (রঃ) এর মাজার সংলগ্ন কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি