রাজধানীতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে বিজলিসহ শুরু হয় বৃষ্টিপাত। প্রায় ২টার দিকে আকাশে বেশ কয়েকটি তীব্র বিজলির সঙ্গে শোনা যায় বিকট শব্দ।
প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দিয়ে শুরু হলেও পরে বৃষ্টির পরিমাণ দ্রুত বাড়তে থাকে। বজ্রপাতের শব্দে ঘরে ঘরে ঘুম থেকে জেগে উঠে অনেকেই কিছু জায়গায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাটও দেখা গেছে বলে জানা যায়।
আজ বুধবার (১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ১৩২ মিলিমিটার (মিমি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই সময়ে দেশের মধ্যে সর্বোচ্চ। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ২০৩ মিলিমিটার, যা সম্ভবত এ বছরে ঢাকায় সর্বোচ্চ বৃষ্টি।
এদিকে আবহাওয়া অফিস বলছে, বুধবার (১ অক্টোবর) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে বলছে, মধ্যরাতে বজ্রপাত ও বৃষ্টির সময় বৈদ্যুতিক খুঁটি ও দুই-একটি গ্যাসের আগুনে সংবাদ পাওয়া যায়।
এদিকে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। আজ সারাদিনই বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের অফিস।
পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে না বলে জানান আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর।
তিনি বলেন, আসলে একটি গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে।