যেসব হাসপাতাল রোগী ফেরত দিচ্ছে, সবার মতো তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ (শনিবার) দুপুরে চট্টগ্রাম আগ্রাবাদস্থ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য আলাদা ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে, ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
করোনা পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্য প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক ডাক্তার-নার্স কাজে আসতে চাইছেন না, যা গ্রহণযোগ্য নয়।
এসময় পূর্বের সমন্বয় সভার আলোকে চট্টগ্রামে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে দ্রুত কার্যক্রম চালুর তাগিদ দেন তিনি। ভিডিও কনফারেন্সে আরো যুক্ত ছিলেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীসহসহ হাসপাতাল প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। হাসপাতালের নবনির্মিত ভবনে ১০টি ভেন্টিলেটরযুক্ত আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সুবিধাসহ ১০০ বেড নিয়ে এই চিকিৎসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে হাসপাতালটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি