নরসিংদীর শেখেরচরে ঘিরে রাখা একটি পাঁচতলা ভবনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), সোয়াত ও পুলিশের অভিযান ‘অপারেশন গর্ডিয়ান নট’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শেখেরচরের আস্তানা থেকে দুইজনের মরদেহ এবং একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা নব্য জেএমবির সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘নিহত দুই জনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। আস্তানায় চারটি বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়। এখনও পুরোপুরি তল্লাশি শেষ হয়নি।’
তিনি বলেন, ‘ঘটনাস্থলে যেসব আলামত পাওয়া গেছে, সে অনুযায়ী নিহত জঙ্গিদের ব্যাপারে অনুসন্ধান চালানো হবে; তাদের ডিএনও ও ফিঙ্গারপ্রিন্টও পরীক্ষা করা হবে |
এর আগে আজ মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটে শেখেরচরের ভগীরথপুর মাজার বাসস্টান্ডের চেয়ারম্যান রোডের পাঁচতলার এই বাড়িতে এ অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম ইউনিট।
নিউজ ডেস্ক / বিজয় টিভি