জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি, ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা চূড়ান্তকরার কাজ চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘গত চারদিন ধরে বিএনপি প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছি। ঐক্যফ্রন্ট ও ২০ দলের প্রার্থীদের সাক্ষাৎকার শেষ হয়েছে। এখন এগুলো চূড়ান্তকরার জন্য সবার সঙ্গে আলাপ-আলোচনা করে ঐক্যমতে পৌঁছাবো বলে আশা করছি।’
রবিবার (২৫ নভেম্বর) দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে তিনি একথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী ২৮ তারিখের মধ্যে চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে। তার আগেই কিছু প্রার্থী চূড়ান্তকরবো।
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি শেষ পর্যন্ত যদি নির্বাচনে থাকতে পারি, সরকার এবং নির্বাচন কমিশন যদি বড় রকমের বাধা হয়ে না দাঁড়ায়, তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত।’
তিনি বলেন, ‘এই কথাগুলো আমরা বারবার বলেই যাচ্ছি। নির্বাচনের প্রক্রিয়া আমরা অব্যাহত রেখেছি। কারণ, আমরা নির্বাচনে অংশ নিতে চাই। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। কিন্তু এখনও নির্বাচন কমিশন বা সরকারের কর্মকান্ডে এতটুকুও প্রতীয়মান হয়নি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য তাদের উৎসাহ আছে।’
মির্জা ফখরুল বলেন, ‘মামলা ও হয়রানি চলছে। কিছুক্ষণ আগে আমি কোর্ট থেকে এলাম। আমাদের সিনিয়র নেতাদের পর্যন্ত আটকে রাখা হয়েছে। তারা এখনও জেলে আছেন। তারপরও আমরা নির্বাচনের কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘‘অন্যদিকে যেসব কর্মকর্তাকে বদলি বা সরিয়ে দেওয়ার কথা বলেছিলাম, তাদের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, কাউকে সরানো হবে না।
খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা খালেদা জিয়ার মুক্তি চেয়েছি কিন্তু তার কোন ফল পাইনি বরং পাল্টা একটার পর একটা মামলা দিচ্ছে। অন্যদিকে আমাদের নির্বাচন করার মতো যোগ্য ও সিনিয়র নেতাদের কারারুদ্ধ করে রাখা হয়েছে। এরপরও আমরা নির্বাচনি কাজ করার চেষ্টা করছি। মাঠে থাকার চেষ্টা করছি। আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাবো।’
নিউজ ডেস্ক / বিজয় টিভি