বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট ফেনীর মহিপালে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যাচেষ্টা মামলার ঘটনায় জেলার বিভিন্ন স্থান থেকে ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ফেনী মডেল থানা থেকে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
বুধবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।
পুলিশ জানায়, আটককৃত আসামিরা হলেন- ফেনী পৌরসভা ১৩নং ওয়ার্ডের মৃত হাকিম মিয়ার ছেলে মো. শাহাবুদ্দিন (৬৬), ফেনী সদর উপজেলা শর্শদি ইউনিয়নের মৃত মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ ফারুক সোহাগ (২৯), লেমুয়া ইউনিয়নের মৃত নুরুল হুদার ছেলে মেহেদী হাসান রিংকু (২৮), সোনাগাজী থানার মৃত আবুল খায়ের ছেলে মোহাম্মদ মাহমুদুল হক (৫৪),
এ বিষয়ে ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া ছাত্র হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জড়িতদের ব্যাপারে পুলিশের অভিযান চলমান রয়েছে।