রাজধানীর উত্তরায় অভিনেত্রী অহনা রহমানের গাড়িতে ট্রাকের ধাক্কা ও তাকে নাজেহাল করার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত ট্রাক চালক সুমন মিয়া ও সহকারী রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১২.০১.২০১৯) সকালে আশুলিয়ার খেজুরবাগান এলাকা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রথমে ট্রাকের সহকারী রহমানকে গ্রেফতার করে। পরে গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে চালক সুমন মিয়াকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।
বুধবার (০৯.০১.২০১৯) ভোর রাতে পুরান ঢাকা থেকে শুটিং শেষে অহনা ব্যক্তিগত গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় তার সাথে তার খালাতো বোন লিজা ইয়াসমিন ছিলেন। তারা দুজন উত্তরার ৭ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কের সেতুর কাছে পৌছালে পাথরবোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে অহনার গাড়িকে ধাক্কা দেয়।
এসময় অহনা গাড়ি থেকে নেমে ট্রাকচালককে নামতে বলেন। ট্রাকচালক তর্ক করতে থাকেন। এক পর্যায়ে অহনা ট্রাকচালকের পাশের দরজায় উঠে যান। ট্রাকচালক ও তাঁর সহকারী দ্রুত ট্রাক নিয়ে পালাতে গিয়ে অহনার গাড়িকে আবারও ধাক্কা দেন। এবং অহনাকে নিয়েই ট্রাকটি ১২ নম্বর সেক্টরের দিকে যেতে থাকে।
এসময় অহনার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ট্রাকচালক জোরে ব্রেক করলে অহনা ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে ভর্তি করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি