নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।
তিনি জানান, চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকার এন.আর.এস ফোর্স সিকিউরিটি সার্ভিস লি. নামে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে র্যাব প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (৩১) এবং এমডি মো. সাইফুল ইসলামকে (২৮) গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি সিল, ২০টি চাকরি প্রত্যাশীর ভর্তি ফরম, ২টি এটিএম কার্ড, ৪টি টাকা রশিদ ও ৩টি আয়-ব্যয়ের রেজিস্টার জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তানভীর পাশা।