ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট জেলার ১৭টি ইউপিতে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (০১ জানুয়ারি) দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের সভায় তাদের প্রার্থিতা চূড়ান্ত হয়।
রোববার (২ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
নৌকার প্রার্থীরা হলেন- জেলার ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নে গোলাম কিবরিয়া, সাদিপুরে সাহেদ আহমেদ, পশ্চিম পৈলনপুরে হান্নান মিয়া, বুরুঙ্গা বাজারে আখলাকুর রহমান, গোয়ালাবাজারে পীর মজনু মিয়া, তাজপুরে ফয়ছল হোসেন সুমন, দয়ামীরে হিরন মিয়া ও উছমানপুরে ওয়ালি উল্লাহ বদরুলকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।
বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নে ফয়ছল আহমদ ও খাজাঞ্চীতে আরশ আলী গণি মনোনীত হয়েছেন।
দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে জবরুল ইসলাম জগলু, তেতলীতে আতিকুর রহমান ও কামালবাজারে আব্দুর রবকে মনোনয়ন দেওয়া হয়েছে।
গোয়াইনঘাটের পূর্ব আলীরগাঁও ইউনিয়নে মোহাম্মদ নজরুল ইসলাম, পশ্চিম আলীরগাঁওয়ে গোলাম কিবরিয়া হেলাল এবং মধ্য জাফলংয়ে ফারুক আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউপিতে আলকাছ আলীকে নৌকার মনোনয়ন পেয়েছেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ৩ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি। আর ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।