পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের কার্যক্রম। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেকপোস্টে।
মঙ্গলবার (২৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে আগামী ১ জুলাই পর্যন্ত এই বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ২ জুলাই থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
এদিকে, হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।