প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের, বগুড়া সদরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পরিবহন শ্রমিক নেতাসহ তিন জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সকালে বগুড়ার এরুলিয়া বাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত বাসযাত্রীদের মধ্যে দুই জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক ফাইন হোসেন, বাসের ম্যানেজার হান্নান মিয়া ও চেইন মাস্টার আলমগীর হোসেন প্রাইভেটকারে (ঢাকা-মেট্রো-গ-৩৫-০৪৪৫) নওগাঁর দিকে যাচ্ছিলেন। ফাইন হোসেন কারটি চালাচ্ছিলেন। বেলা ১০টার দিকে তারা বগুড়া সদরের এরুলিয়া বাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছেন।
এ সময় সামনের টায়ার পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে চালক নওগাঁ ছেড়ে আসা বগুড়াগামী বাসের (বগুড়া-জ-১১-০০৪৪) সামনে ধাক্কা দেন। বাসটি কারের ওপর উঠে গেলে দুমড়েমুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পরপরই বগুড়া-নওগাঁ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বগুড়া সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যান চলাচল স্বাভাবিক করেন।
আড়ও পড়ুন: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিতের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের, বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, দুমড়েমুচড়ে যাওয়া কার থেকে হান্নান ও আলমগীরের লাশ ও অচেতন অবস্থায় কার চালক ফাইনকে উদ্ধার করা হয়। হাসপাতালে যাওয়ার পথে তিনিও মারা যান। এ ছাড়া ক্ষতিগ্রস্ত বাসের কয়েকজন যাত্রী আহত হন।
বগুড়ার ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলাদুন্নবী জানান, দুর্ঘটনায় আহত বাসের এক নারী ও এক পুরুষ যাত্রীকে অচেতন অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।