রাজবাড়ীর পাংশা উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বালিয়াপাড়া এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার এসআই একেএম হাসানুজ্জামান বলেন, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস ও রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসের যাত্রী ও ট্রাকের চালকসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা পাংশা হাসপাতালে চিকিৎসাধীন।