নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে ফাতেমা বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামপুর ইউনিয়ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফাতেমা বেগম বন্দর উপজেলার লাঙ্গলবন্দ দশদোনা এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী। তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফাতেমার ছোট ছেলে সাইফুল ইসলাম জানান, শনিবার বিকেলে মদনপুরে কিস্তিতে টাকা তুলতে গিয়েছিলেন ফাতেমা। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না পেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। রোববার সকালে সড়কের পাশ থেকে তার মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।