বরেন্দ্রর লাল রুক্ষ মাটিতে সবুজ পাতার মধ্যে হলুদ ফল কমলার চাষ। কয়েক বছর আগেও কৃষকদের কাছে ছিল স্বপ্নের মত। তবে সেই বৃত্ত ভেঙে বিদেশী ফলের চাষটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। যার রূপ দিয়েছেন কৃষক মতিউর রহমান।
চার বছর আগে, চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকায় তার তিন একর মিশ্র ফল বাগানে যুক্তরাষ্ট্রের মেন্ডালিন, চায়না, দার্জিলিং ও অস্ট্রেলিয়া জাতের ৫৫০টি কমলার চারা রোপন করেন তিনি। গাছ রোপনের দ্বিতীয় বছরেই ফল পেলেও কাঙ্খিত সাফল্য পান চার বছরের মাথায়। এবার, প্রতিটি গাছে গড়ে ফলন পেয়েছেন ৩০ থেকে ৪০ কেজি।
এদিকে, মতিউর রহমানের কমলা বিপ্লব আশা জাগিয়েছে সাধারণ মানুষের ভেতরে। প্রতিনিদই এই বাগান দেখতে ভিড় করছে দর্শনার্থীরা।
অন্যদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সরকারিভাবে এই ফলের বাণিজ্যিক সম্প্রসারণে গ্রহণ করা হয়েছে বিশেষ পরিকল্পনাও।
মতিউর রহমানের বাগান থেকে প্রতিকেজি কমলা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। আর মাতৃ গাছের কলম চারা আকার ভেদে ১০০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।