1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
শক্তিশালী আর্থিক ভিতের ওপর ভর করে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় সাফল্য - বিজয় টিভি
ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

শক্তিশালী আর্থিক ভিতের ওপর ভর করে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় সাফল্য

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

চ্যালেঞজিং পরিস্থিতি সত্ত্বেও ২০২৪ সালে ব্র্যাক ব্যাংক সমন্বিতভাবে কর-পরবর্তী নিট মুনাফায় (এনপিএটি) পূর্ববর্তী বছরের তুলনায় ৭৩% প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৪ সালে অঙ্গপ্রতিষ্ঠানসহ সমন্বিতভাবে ব্যাংকটি ১,৪৩২ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা অরজন করেছে, যা ২০২৩ সালে ছিল ৮২৮ কোটি। ব্যাংকিং খাতে এটি একটি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি।

একক (স্যান্ডজঅ্যালন) ভিত্তিতে ২০২৪ সালে ব্রহ্মাক ব্যাংকের কর-পরবরতী নিট মুনাফা দাঁড়িয়েছে ১,২১৪ কোটি টাকায়, যেখানে আগের বছরের ৭৩০ কোটি টাকার তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৬৬%। ব্যাংকিং খাতে চ্যালেঞ্জজিং পরিস্থিতি সত্ত্বেও ব্র্যাক ব্যাংক ব্যালেন্স শিটে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে, যা ইন্ডাস্ট্ররি-অ্যাভারেজের চেয়েও অনেক বেশি। এ সময় ব্যাংকটি এককভাবে স্নাহক আমানতে ৩৪% এবং ঋণে ২০% প্রবৃদ্ধি অরঞ্জন করতে সাম হয়েছে।

২০২৫ সালের প্রথম প্রান্তিকেও ব্ল্যাক ব্যাংক সাফল্যের ধারা বজায় রেখেছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিউ মুনাফা (এনপিএটি) গত বছরের একই সময়ের তুলনায় ৫৩% বৃদ্ধি পেয়ে ৪৮৬ কোটি টাকায় উননীত হয়েছে।

২৮ মে ২০২৫ ভারচুয়াল প্ল্যাটফরমে আয়োজিত এক আরনিংস ডিসকলোজার সেশনে তৃষাংকটির ২০২৪ অরন্ধবছর ও ২০২৫ সালের প্রথম প্রান্তিকের আবৃদ্ধিক ও পরিচালনগত সাফল্য পূরকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনিয়োগ বিশ্লোক, পোর্টফোলিও ম্যানেজার এবং ব্যাংকটির স্থানীয় ও বিদেশি পুঁজিবাজার বিশেষজ্ঞ স্টেকহোল্ডাররা।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অঅ্যান্ড সিইও (কারেন্ট চারজ) তারেক রেফাত উল্লাহ খান এবং অন্যান্য উরবতন কর্মকর্তারা বর্ষাংকটির আবৃদ্ধিক ও পরিচালনগত সাফল্য এবং সঙ্মমতা উপস্থাপন করার পাশাপাশি ভবিষ্য করমকৌশলও তুলে ধরেন। সেশনটির শেষ অংশে একটি প্রশ্নোত্তর পর্বও অনুনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

বুধবার, ৯ জুলাই, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.