আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে আসা ৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের আসা অব্যাহত রয়েছে। যার ফলে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কায় রয়েছে সীমান্তবর্তী জেলার মানুষ। ভারত থেকে আসা প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইনে থাকা নতুন করে আরো ৩ জনের শরীরে করোনাভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্ত লোকজনের মধ্যে রাজশাহীর এক ব্যক্তি (৫৫)ও তার স্ত্রী(৫১) এবং পুরান ঢাকার এক কিশোরী(১৬) রয়েছেন। তারা আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসার পর হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
শুক্রবার( ৪ জুন) সকাল পর্যন্ত এ নিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ফেরত ১৩৮৩ জনের মধ্যে ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৬ এপ্রিল থেকে(৩জুন) বৃহস্পতিবার পর্যন্ত ভারত থেকে আসা যাত্রীর সংখ্যা ১৩৮৩ জন। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন। আখাউড়া দিয়ে ভারত থেকে আসা পুরোনো ১ জনসহ নতুন ৩ জনের করোনা পজিটিভ হয়েছে।তাদের মধ্যে কারও করোনার উপসর্গ নেই।
এবং এ পর্যন্ত ভারত ফেরত মোট ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।