নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পাজেরো গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে মফিজুল ইসলাম নামের চালক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া মহিষভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মফিজুল ইসলাম রাজশাহীর বহরমপুর এলাকার আনসার আলী ছেলে। তিনি বনপাড়ার দিয়াপাড়া আদর্শ গ্রামে স্ত্রীকে নিয়ে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে মফিজুল ইসলাম ব্যাটারিচালিত ভ্যান নিয়ে মহিষভাঙ্গা এলাকা থেকে বনপাড়া বাজারে যাওয়ার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী পাজেরোর সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মফিজুলের মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান জানান, পাজেরোটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।