মেহেরপুর সদর উপজেলায় বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। বজ্রাঘাতে আরও এক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী।
নিহতরা হলেন- দফরপুর গ্রামের কৃষক রাফিজ হোসেন (২৩) এবং সোনাপুর গ্রামের কৃষক আব্দুর রশিদ (৩৪)। আহত ব্যাক্তি সোনাপুর গ্রামের আব্দুল মান্নান (৪৫) ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গেল কয়েকদিন ধরে মেহেরপুর জেলায় বজ্রসহ মাঝারি ঝড় বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার সন্ধ্যায় আবারো বজ্রবৃষ্টি শুরু হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি জানান, ঘটনার সময় দফরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রাফিজ হোসেন বাড়ির পার্শ্ববর্তী মাঠে ঘাস কাটছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় সোনাপুর গ্রামের আব্দুর রশিদ ও আব্দুল মান্নান বাড়ির পাশে বিচুলি (গো খাদ্য) সংরক্ষণের কাজ করছিলেন। বজ্রপাতে আব্দুর রশিদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মান্নানকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।