1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল বিডা
ঢাকা শনিবার, ২৮ জুন ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল বিডা

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল বিডা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিনিয়োগকারীদের জন্য নতুনভাবে নকশা করা একটি আধুনিক ওয়েবসাইট শনিবার (২৮ জুন) আনুষ্ঠানিকভাবে চালু করেছে। এই ওয়েবসাইট বিনিয়োগকারীদের অভিজ্ঞতা উন্নত করতে এবং দেশের বিনিয়োগ পরিবেশকে আরও সহজতর ও তথ্যভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিডা।

নতুন ওয়েবসাইটে বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, সেবা, নীতিমালা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ফোকাল পয়েন্টদের হালনাগাদ তথ্য একসাথে উপস্থাপন করা হয়েছে। এতে বিডার এফডিআই হিটম্যাপে চিহ্নিত সম্ভাবনাময় খাতগুলোকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধনের সময় বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সাধারণত কোনো দেশে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়ার আগে সেই দেশের বিনিয়োগ সংস্থার ওয়েবসাইট পর্যালোচনা করে সম্ভাব্য খাতগুলো শর্টলিস্ট করেন। তাই, তথ্যভিত্তিক, সুসংগঠিত এবং বিনিয়োগবান্ধব ওয়েবসাইট একটি দেশের বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, বিডার নতুন ওয়েবসাইট এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে একজন বিনিয়োগকারী সুযোগ খোঁজা থেকে শুরু করে বাজার বিশ্লেষণ এবং সফল বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে প্রয়োজনীয় তথ্য ও সংযোগ পেতে পারেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিডার পুরোনো ওয়েবসাইটটি ছিল একটি সাধারণ সরকারি পোর্টালের মতো। এটি সক্রিয়ভাবে বিনিয়োগ সহায়তা দেয়ার জন্য উপযুক্ত ছিল না। নতুন ওয়েবসাইটটি কৌশলগত দৃষ্টিভঙ্গিতে বিনিয়োগকারী-কেন্দ্রিক সেবা মডেলের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে, যা আমাদের আধুনিক ও কার্যকর বিনিয়োগ পরিবেশ গঠনের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

তিনি আরও জানান, এই রূপান্তরের বিষয়টি কৌশলগত বিনিয়োগকারী ও অংশীদারদের জানানো হচ্ছে, যাতে তারা বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারেন।

নতুন ওয়েবসাইটটির সঙ্গে বিডার লোগোও আধুনিক ও নতুন রূপে প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.