নাটোরের বড়াইগ্রামে থানার মূল ফটকের সামনে নেচে গেয়ে টিকটক ভিডিও ধারণের অভিযোগে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম শিউলী খাতুন (৪২)। সোমবার রাতে বড়াইগ্রামের লক্ষাপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি মো. সিরাজুল ইসলাম। স্থানীয়রা জানান, শিউলী খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের তালাকপ্রাপ্ত স্ত্রী। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন।
ঘটনার বর্ণনা দিয়ে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, থানার কমপাউন্ডের ভেতর মূল ফটকের সামনে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক ভিডিও তৈরি করেন বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শিউলি খাতুন। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিশড করলে তা ভাইরাল হয়। পরে এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিউলি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের সকলের অগোচরে ১৭ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়েছে। বিষয়টি সংবাদকর্মী ও ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’