সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের জন্য ২ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার ৭৩৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় কালিপুর পয়েন্টে পরিষদের অস্থায়ী কার্যালয়ের হলরুমে ইউনিয়নের সর্বসাধারনের উপস্থিতিতে এ বাজেট ঘোষনা করেন আওয়ামীলীগ নেতা ও পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল।
এ সময় বাজেট নিয়ে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল এর সভাপতিত্বে ও পরিষদের সচিব মোঃ কামাল খাঁনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ তুরণ মিয়া,মোঃ সাব্বির আহমদ,মোঃ আব্দুল জলিল,মোঃ আঙ্গুর মিয়া,মহিলা সদস্যা মোছাঃ শাহানারা বেগম,মোছাঃ হায়াতুন নেছা,মোছাঃ শফিকা বেগম প্রমুখ।
বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার ৭৩৭ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৪৮০ টাকা এবং উৎবৃত্ত রাখা হয়েছে ৬৬ হাজার ২৫৭ টাকা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি