রাজধানীর মহাখালীতে ‘গুলশান সার্ভিস সেন্টার’ নামে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন সাতজন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মহাখালীর আমতলীর ওই পাম্পে তেলের ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ ঘটে। হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে এবং পরিষ্কারের কাজে নিয়োজিত সাতজনের শরীর ঝলসে যায়। তবে অগ্নিকাণ্ডের পরপরই আগুন নিয়ন্ত্রণে আসে।
দগ্ধরা হলেন- গুলশান ক্লিন এন্ড কেয়ার প্রতিষ্ঠানের কর্মচারী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।
দগ্ধ স্বপন মোল্লা জানান, ট্যাংকের ভেতর থেকে তেল বের করার পর বৈদ্যুতিক ফ্যান দিয়ে গ্যাস বের করা হচ্ছিল। ফ্যান বন্ধ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংকের আশপাশে থাকা সবাই দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দুপুর দেড়টার দিকে সাতজনকে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
একজন সিনিয়র স্টাফ নার্স জানান, সবার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে জরুরি বিভাগে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।