আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে জমে উঠতে শুরু করেছে চট্টগ্রামের পশুর হাট।
নগরীর সবচেয়ে বড় পশুর হাট সাগরিকা, বিবিরহাটে ধুম পরেছে কোরবানীর পশু বেচাকেনার। অন্যদিকে সল্টগোলা ক্রসিং, কালামিয়া, সিডিএ আবাসিক মাঠের আলী আকবর প্রকাশ হাটে সকাল থেকে রাত অবদি চলছে গরু-ছাগল কেনা-বেচা। এছাড়া, রাউজান, হাটহাজারী, সীতাকুন্ড, রাঙ্গুনিয়া, পটিয়া, আনোয়ারাসহ সব উপজেলায় ইতোমধ্যেই সড়ব হয়ে উঠেছে কোরবানী পশুর হাটগুলো। হাট ইজরাদাররা জানান, এবার হাটে ইন্ডিয়ান গরুর চেয়ে দেশী গরুর চাহিদা বেশী। পাশাপাশি হাটগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষনিক তদারকী করছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি