ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
অফিস আদেশে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. ওমর আলীকে রমনা বিভাগ (পেট্রোল-ধানমন্ডি), তৌফিক আহমেদকে (সিটিটিসি), শাওন পালিতকে লালবাগ বিভাগ ঢাকা (পেট্রোল-লালবাগ), মো. রাসেল রানাকে কল্যাণ ও ফোর্স বিভাগ (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস), খান মাহমুদুল হাসানকে (গোয়েন্দা বিভাগ), মাহমুদুল হাসানকে ট্রাফিক-উত্তরা বিভাগ (ট্রাফিক-উত্তরা পশ্চিম জোন), অনীশ কীর্ত্তনীয়কে মিরপুর বিভাগ (পেট্রোল-পল্লবী) ও মো. ফেরদাউছ হোসেনকে মিরপুর বিভাগ (পেট্রোল-মিরপুর) বদলি করা হয়েছে।