নারায়নঞ্জের ফতুল্লার লালপুরে ব্রাজিল বাড়ি পরিদর্শন করেছেন ব্রাজিলের রাষ্টদূত ।ব্রাজিলের রাষ্টদূতের আগমনকে কেন্দ্রকরে দেশের বিভিন্ন স্থান থেকে ব্রাজিলভক্তরা ছুটে আসেন ।
বিশ্বকাপ শুরুর আগ থেকেই গনমাধ্যমের কল্যানে ভাইরাল হয়ে পুরো দেশ সহ ব্রাজিল পর্যন্ত ছড়িয়ে পড়ে এই বাড়িটির নাম।ফতুল্লার লালপুরে ব্রাজিল বাড়ির মালিক জয়নুল আবেদিন টুটুল প্রিয় দলের প্রতি ভালবাসা সরূপ ছয় তলা ভবনটি ব্রাজিলের পতাকার রঙ্গে সাজিয়েছেন শুধু বাড়ি নয় ,ন্যাম প্লেটে ও ব্রাজিল বাড়ি লেখা রয়েছে ।
ব্রাজিলের এমন ভক্ত দেখে গতকাল ব্রাজিলের রাষ্টদূত জোয়াত্ত তাবাজারা ডি অলিভেরা জুনিয়র ব্রাজিল বাড়িতে এসে সবাইকে চমকে দেন ।পরে ব্রাজিল বাড়ির লোকজনের সাথে বসে খেলা উপভোগ করেন ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি