আসন্ন ঈদুল আযহাতে ভিন্ন গল্পের ৮ টি নাটক নিয়ে ছোট পর্দায় ফিরছেন মোস্তফা সরওয়ার ফারুকী। নাটকগুলো নির্মান করেছে ফারুকী ও ভাই-ব্রাদার এক্সপ্রেসের নির্মাতারা।
আর ঈদে ৮ টি নাটকই প্রচারিত হবে চ্যানেল আইয়ে। বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়। মোস্তফা সরওয়ার ফারুকী এবং ভাই ব্রাদার এক্সপ্রেস শিরোনামের প্রকল্পের আওতায় বিশেষ এই নাটকগুলো নির্মাণ করবেন ফারকী সহ নয়জন পরিচালক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিলিভারের ডিরেক্টর নাফিস আনোয়ার, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মোস্তফা সরওয়ার ফারুকীসহ অন্যান্য নির্মাতারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি