স্বাধীনতার ৫০ বছরে এসে স্বাধীনতাবিরোধী রাজনীতি কাম্য নয় বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রামের মুরাদপুরে এলজিইডি ভবনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জামায়াত, বিএনপির ধ্বংসাত্বক রাজনীতি না থাকলে দেশ আরো এগিয়ে যেত। দেশকে এগিয়ে নিতে হলে সরকারি ও বিরোধী দু’টি দলই স্বাধীনতার পক্ষে হওয়া উচিত।
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি