গাংনী উপজেলায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথী হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন।
পরে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন এমপি মকবুল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দীন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নার্সারী মালিকগন উপস্থিত ছিলেন। বৃক্ষ মেলায় মোট ১৫ টি স্টল ঠাঁই পেয়েছে।
নিইজ ডেস্ক / বিজয় টিভি