বান্দরবান সদর হাসপাতালে গাইনী বিভাগের ঢুকে ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী ভাজিং পার বম জানান, ভোরে তিনজন মুখোশধারী ১ নম্বর গাইনী বিভাগে ঢুকে ভয় দেখিয়ে তার মোবাইল ও নগদ টাকা কেড়ে নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে সদর হাসপাতালের আরএমও প্রত্যুষ পল ত্রিপুরা বলেন, সদর হাসপাতালে চুরির ঘটনা আগেও হয়েছে। তবে এ ধরনের বড় ঘটনা কোনদিন ঘটেনি।
হাসপাতালে সিসি ক্যামেরা না থাকার পাশাপাশি জনবল ঘাটতির কারণে রোগীরা এ সমস্যার সম্মুখীন হচ্ছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি