চট্টগ্রামের বাঁশখালীতে গাছ থেকে পেয়ারা পাড়া নিয়ে ঝগড়ার জেরে বাগান মালিকের ছুরিতে মারা গেছেন এক যুবক।
মঙ্গলবার উপজেলার কালীপুর ইউনিয়নের মধ্যম গুণাগুরি এলাকায় এ ঘটনা ঘটে । নিহত আবু খান (২০) ওই এলাকার মো. মোফাজ্জলের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, গাছ থেকে পেয়েরা পেড়ে খাওয়া নিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে আবুকে ছুরিকাঘাত করেন বাগানমালিক আক্কাস। “চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আবুসহ কয়েকজন সকালে গুণাগুরি এলাকায় একটি কালভার্টের রেলিংয়ে বসে গল্প করছিল। সে সময় আক্কাস সেখানে গিয়ে বাগান থেকে পেয়ারা পাড়ার অভিযোগ তোলেন আবুর বিরুদ্ধে। দুই জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুর পেটে ছুরি মারেন আক্কাস। আক্কাসকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে বুকে এবং পেটে ছুরিকাঘাত করা হয় আবু খানকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়। বেলা ১টার দিকে তিনি মারা যান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি