‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ নামের দুটি ছবির কথা বললেই আলচনায় আসবে তার নাম। যদিও শিশু শিল্পী হিসেবে অনেক আগেই ঢাকাই সিনেমায় অভিষেক তার। বলছি ঢাকাই ছবির নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির কথা।
জীবন গল্পের মতো তার ফিল্মি ক্যারিয়ার। ছিলেন শিশু শিল্পী। বড় হয়ে হয়েছেন বড় পর্দার নায়িকা। এরইমধ্যে দীঘি দুইটি ছবিতে কাজ করে ফেলেছেন। ছবিগুলো সিনেমা হলে মুক্তিও পেয়েছে।
ছবিগুলো আলোচিত ও সমালোচিত হয়ে আলোচনার টেবিল চাপড়িয়েছে। নতুন খবর হল, ছবির নায়িকা দিঘী এবার মিউজিক ভিডিওর মডেল হলেন। তবে সিনেমা বা ওয়েব ফিল্ম না। একটি মিউজিক ভিডিওর মডেল হলেন তিনি।
গানটি প্রকাশিত হবে ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান টি সিরিজের ব্যানারে। একটি হিন্দি গানের ভিডিওতে মডেল হয়েছেন তিনি। গানটির শিরোনাম ‘হোটো পে নাম তেরা’।
গানটি গেয়েছেন ন্যান্সি ও প্রেম। সুদীপ কুমার দীপের লেখা গানটির ভিডিও নির্মিত হয়েছে ধামরাইরেয়র ফিল্ম ভ্যালিতে। নির্মাতা ইভান মনোয়ার মিউজিক ভিডিওটি নির্মাণ করেছন।
বিশ্বের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম টি সিরিজের ইউটিউব চ্যানেলে শিগগিরই মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে। এটি বাংলা ভাষায়ও দেশীয় একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এখানে দীঘির বিপরীতে রয়েছেন মডেল ফারহান খান রিও।