বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও অপেক্ষার পালা শেষে একসঙ্গে থাকার আনুষ্ঠানিক শপথ নেন বিয়ের মাধ্যমে। নিজেদের বিশেষ প্রতিটি অনুষ্ঠানেই বর-কনে পরেছেন খ্যাতিমান ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা পোশাক।
বলিউডের আরও অনেক তারকার বিয়ের পোশাকের নকশার মতো মিমের বিয়ের পোশাকটিরও নকশা করেছেন সব্যসাচী চক্রবর্তী। মিমের বিয়ের লাল লেহেঙ্গাও নকশা করেছেন সব্যসাচী। বিষয়টি ফেসবুকে ক্রেডিট দেয়ার মাধ্যমে নিশ্চিত করেন মিম নিজেই। মিমের বিয়ের আয়োজনেও স্পষ্ট হয়েছিল বিরুস্কার ছাপ।
১১ বছর প্রেম করার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড তারকা জুটি রাজকুমার রাও ও পত্রলেখা জুটি। লাল বেনারসিতে পত্রলেখার শাড়িতে লেখাছিল ‘আমার পরান ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’। তাকেও ফলো করেছেন ঢালিউডের লাস্যময়ী নায়িকা বিদ্যা সিনহা মিম।
বিয়ে নিয়ে মানুষের বিভিন্ন শখ-আহ্লাদের কোনো। শখের খাতিরে অনেকেই ব্যতিক্রমী বিভিন্ন কাজ করে থাকেন। তারকা হলেও বিদ্যা সিনহা সাহা মিমও সেই তালিকার বাইরে নন। রাজধানীতে সনি পোদ্দারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার তিন দিন পর শ্বশুরবাড়ি কুমিল্লায় ছিল তার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
সেখানে তার শাড়ির পাড়ে লেখাছিল রবীন্দ্রনাথের গান ‘আমার পরাণ যাহা চায়’। সেই শাড়ির ডিজাইন করেছেন ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জি। নায়িকা মিমকেও দারুণ মানিয়েছিল সেই পোশাকে।
বলিউডের অনুকরণ বা অনুসরণ করতে দেখা ঢালিউডের কতিপয় তারকাশিল্পীদের মধ্যে। এবার ঢাকাই ছবির আবেদনময়ী নায়িকা বিদ্যা সিনহা মিম বলিউডের তারকাশিল্পীদের অনুসরণ করেই বিয়ের পিঁড়িতে বসে আলোচিত হন। বিষয়টিকে কেউ ইতিবাচকভাবে নিলেও কেউ কেউ নেতিবাচক হিসেবেও দেখছে। সে যাই হক। সবকিছু মিলিয়ে আলোচিত হয়েছেন মিম।