এশিয়ার অন্যতম বৃহৎ পেইন্ট প্রস্তুতকারক কোম্পানি, ‘এশিয়ান পেইন্টস’ বিশ্বের বিভিন্ন সৃজনশীল মানসিকতার ব্যক্তিদের সাথে যৌথভাবে বিশদ গবেষণার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ২০২৫ সালের ‘কালার অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে।
১২ জুলাই, র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের শীর্ষস্থানীয় ডিজাইন, স্থাপত্য ও সৃজনশীল চিন্তাধারার ব্যক্তিত্বরা ছিলেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনাল-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মি. জোসেফ ইপেন, রিজিওনাল হেড (সাউথ এশিয়া অ্যান্ড সাউথ প্যাসিফিক আইল্যান্ডস) মি. বুদ্ধাদিত্য মুখার্জি, এবং এশিয়ান পেইন্টস-এর অন্যান্য ঊর্ধ্বতন সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট স্থপতি, ডিজাইনার এবং সৃজনশীল ব্যক্তিত্ব সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
প্রতি বছর, এশিয়ান পেইন্টস বিভিন্ন সৃজনশীল শাখার বিশেষজ্ঞ স্থপতি, শিল্পী, ইন্টেরিয়র ডিজাইনার এবং মিডিয়া, সমাজবিজ্ঞান ও ফ্যাশনের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ‘কালারনেক্সট’ তৈরি করে। এটি একটি বিস্তৃত রিপোর্ট, যা বিশ্বজুড়ে রঙ, উপকরণ, টেক্সচার ফিনিশ এবং ট্রেন্ডের ডিজাইন দিকনির্দেশনা তুলে ধরে। ২০০৩ সাল থেকে এশিয়ান পেইন্টস রঙ ও উপকরণের সমন্বয়ে গবেষণা করে আসছে, যেন উদীয়মান ডিজাইন নিয়ে ধারনা দেওয়া যায়। সময়ের সাথে সাথে ‘কালারনেক্সট’ এশিয়ার অন্যতম এবং অনন্য রঙ ও উপকরণের নির্দেশিকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এশিয়ান পেইন্টস বাংলাদেশের একমাত্র হোম ডেকোর কোম্পানি যারা এত গভীর ও সূক্ষ্মভাবে ট্রেন্ডগুলো নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে।
ইভেন্টে এ বছরের ‘কালার অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করা হয় ‘কার্ডিনাল’। এটি অন্তরের গভীর শান্তি ও সাম্যবোধকে প্রতিফলিত করে। মানুষের আত্মঅনুসন্ধানের মুহূর্তকে ধারণ করে এবং ভেতরের সত্তার সাথে নতুন করে মানুষের পরিচয় করিয়ে দেয়। আত্মপরিচয় ও আত্মচিন্তার প্রয়োজন থেকে অনুপ্রাণিত, কার্ডিনাল সবকিছুতে আনে কোমলতা, পরিশীলন, এবং আবেগের এক স্থির অনুভূতি।
এই ইভেন্টে এ বছরের তিনটি ট্রেন্ড দিকনির্দেশনাও তুলে ধরা হয়-
ব্যাড টেস্ট উজ্জ্বলতা, জাঁকজমকপূর্ণতা এবং প্রচলিত নিয়ম ভাঙার সৌন্দর্যকে উদযাপন করে। ফিল মোর একটি গভীরভাবে সংবেদনশীল ট্রেন্ড, যা স্পর্শ, টেক্সচার এবং আবেগঘন ডিজাইন অভিজ্ঞতার উপর গুরুত্ব দেয়।
সল্ট একধরনের মিনিমালিস্টিক কিন্তু অনন্য এক ধরনের ট্রেন্ড, যা প্রকৃতির বিশুদ্ধতা, স্থায়িত্ব এবং সরলতা থেকে অনুপ্রাণিত।