শেষ পর্যন্ত আদালতের রায় চিত্রনায়ক জায়েদ খানের পক্ষেই গেল। ফলে জায়েদ খানই থাকছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। একই সাথে, এ পদটি নিয়ে চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিল অবৈধ বলে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট।
এই রায়ে বেশ খুশি জায়েদ খান। আদেশ শোনার পর পরই মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনবার ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি পোস্ট দেন এ চিত্রনায়ক।
এদিকে, জায়েদ খানের এই পোস্টের পর পরই তাকে অভিনন্দন জানাতে শুরু করেন নেটিজেনরা।
গেল ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে, তার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তার।
এর পরিপ্রেক্ষিতে ৫ ফেব্রুয়ারি নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন। এরপর বিষয়টি ‘বেআইনি’ বলে দাবি করেন জায়েদ খান।
পরে ৭ ফেব্রুয়ারি রিট করেন জায়েদ খান। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করায় আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।