কোটা আন্দোলনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পরিদর্শন করেছেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। এ সময়ে শিক্ষার্থীদের আন্দোলন থেকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান করেছেন একাংশ অভিনয় শিল্পী। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে বিটিভি পরিদর্শন করেন অভিনয়শিল্পীরা। এ সময়ে উপস্থিত ছিলেন, জনপ্রিয় অভিনেতা এবং সংসদসদস্য ফেরদৌস আহমেদ, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, নিপুণ আকতার এবং জ্যোতিকা জ্যোতিসহ আরও অনেকে। অভিনয়শিল্পীদের সঙ্গে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।
বিটিভি ভবন পরিদর্শক শেষে সংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্পীরা। এ সময়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেন, যারা বিটিভিতে আগুন দিয়েছে তারা দেশদ্রোহী। আমরা ভেবেছিলাম দেশে কোনো বিরোধী শক্তি নেই। কিন্তু এখন দেখছি সেই রাজাকারা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আমি মুক্তিযোদ্ধাদের পরিবারকে বল বে আমাদের সঙ্গে আসুন, আমাদের একসঙ্গে লড়ত হবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সঙ্গে।
ফেরদৌস আহমেদ বলেন, এতদিন আমাদের শোকের মাস ছিল শুধু আগস্ট। এখন জুলাই মাসও আমাদের শোকের মাস হিসেবে যুক্ত হয়েছে। এই মাসে আমাদের প্রাণপ্রিয় কিছু ছাত্র, শিশু, পুলিশ এবং প্রিয়জনেরা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তাদেরকে অন্যায়ভাবে মারা হয়েছে। ছাত্রদের কোটা আন্দোলন যৌক্তিক হলেও এদের সঙ্গে অপশক্তি যুক্ত হয়ে আন্দোলনে ভিন্ন পথে প্রভাবিত করেছে। আমরা যেসব ছাত্র হারিয়েছি তাদেরকে আর ফিরে পাবো না। আমার নিজের দুটি সন্তান আছে, তারাও ছাত্র। সন্তানহারা বাবা-মায়ের মনের অবস্থা কী সেটা আমরা বুঝতে পারছি। দেশ শেখ হাসিনা ঠিক করে ফেলবেন কিন্তু যারা চলে গেছেন তাদের আর ফিরিয়ে আনা যাবে না।
শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ বলেন, আমরা শান্তির পক্ষে, স্বাধীনতার পক্ষে। আপনারা যারা রাস্তায় নেমেছেন একটু বুঝে চলুন। যে শিক্ষার্থীরা এখন রাস্তায় আছেন তাদের বলবো আপনারা এখন ফিরে যান। আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষে। আপনারা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান এবং দেখেন এই ধ্বংস-যোগ্য করা চালাচ্ছে।