1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
‘স্ত্রীর প্রতি প্রেম থাকলে বিবাহিত পুরুষ অন্য নারীতে আসক্ত হয় না’ - বিজয় টিভি
ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:২২ অপরাহ্ন

‘স্ত্রীর প্রতি প্রেম থাকলে বিবাহিত পুরুষ অন্য নারীতে আসক্ত হয় না’

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে
‘স্ত্রীর প্রতি প্রেম থাকলে বিবাহিত পুরুষ অন্য নারীতে আসক্ত হয় না’

দেখতে দেখতে বিয়ের এক বছর একই ছাদের নিচে কাটিয়ে ফেললেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। নিজেদের প্রথম বিবাহবার্ষিকীতে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীময়ী বললেন, ‘বছরটা যেন হুশ করে উড়ে গেল! বুঝতেই পারলাম না কীভাবে সময় কেটে গেল।’

একের পাশে কয়টা শূন্য বসাতে চান? প্রশ্ন শুনে হাসলেন শ্রীময়ী। বললেন, “দুটো শূন্য বসাতে খুব মন চাইছে। জানি না, এত বছর বাঁচব কি না। আমার ঠাকুমা অবশ্য শতবর্ষ পেরিয়েছেন। তাই আশা, আমিও হয়তো তার মতোই দীর্ঘায়ু হব।”
একটু দম নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়লেন অভিনেত্রী, ‘তাহলে কাঞ্চনের সঙ্গে ১০০ বছর কাটিয়ে যেতে পারব, কী বলেন?’

প্রথম বিবাহবার্ষিকীর দিন মন্দিরে ঘুরবেন, ঈশ্বরের আশীর্বাদ নেবেন, নিরামিষ খাবেন— আপাতত এই পরিকল্পনা কাঞ্চন-শ্রীময়ীর।

আজকের দিনে অতীত ফিরে দেখে কী মনে হচ্ছে, স্মৃতি বেদনার? না সুখের? ফোনের ওপার থেকে কাঞ্চনের গলা ভেসে আসছে। বয়সে ২০ বছরেরও বেশি ছোট বৌকে তাড়া দিচ্ছেন, তৈরি হয়ে বের হওয়ার জন্য। তাকে সাড়া দিয়ে শ্রীময়ী জবাব, “বিয়ে করব, এক ছাদের নীচে বসবাস করব, পছন্দের পুরুষের সন্তানের মা হব— এই ভাবনা নিয়ে সম্পর্কে জড়াইনি। ভালবাসার মানুষকে ভালো রাখব, এটাই ছিল শর্ত। সেই শর্ত পূরণ করেছি।”

তবুও শ্রীময়ীকে শুনতে হয়েছে, নিজের ভবিষ্যৎ গোছাতে বয়সে অনেক বড় এক পুরুষের ঘরণী হয়েছেন। যার জীবনে আপনি তৃতীয়! আপনিই ঘর ভেঙেছেন কাঞ্চন মল্লিকের!

বরাবরই অকপট শ্রীময়ী। এবারও স্পষ্টভাষায় বললেন, ‘আমি মনের দিক থেকে ভীষণ সাহসী। বিয়ে না করেও কাঞ্চনের সন্তানের মা হতে পারতাম। আপনারা সেটা মানতে পারতেন না। তাই আনুষ্ঠানিক বিয়ে। যদিও বিয়ের আগে কাঞ্চনকে একাধিকবার জিজ্ঞেস করেছি, কোনও আপত্তি নেই তো? আমাকে বিয়ে করতে বাধ্য করছি না তো? কাঞ্চন মন থেকেই আমাকে স্ত্রী হিসেবে চেয়েছে।”

একটু দম নিয়ে আবারও বলতে শুরু করলেন শ্রীময়ী, ‘বরাবর আমি বয়সে বড় স্বামী চেয়েছি। কারণ সমবয়সী বা অল্প ফারাকের বিয়ের পরিণতি যে কী— সেটা রোজ সকলেই দেখছি। বরং বয়সে বড় হলে সে আমাকে আগলে রাখবে। কাঞ্চন যা করে।’

এ প্রসঙ্গে তিনি উদাহরণ দিয়েছেন নিজের দাদু-দিদা, মা-বাবার। জানিয়েছেন, তাদের প্রত্যেকের বয়সের ফারাক অনেক। কিন্তু তারা সুখী। সাফ বলেছেন, ‘স্ত্রীর প্রতি প্রেম থাকলে বিবাহিত পুরুষের কখনও অন্য নারীতে আসক্তি আসে না। কাঞ্চনের অতীত নিয়ে কথা বলতে চাই না। আমার বিশ্বাস, সাদা বা গোলাপি— যিনিই ছিলেন তিনি যদি সত্যিই থাকতেন তাহলে কাঞ্চন আমার দিকে ফিরেও দেখত না।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
মুক্তির অপেক্ষায় দেবের ‘প্রজাপতি ২’

মুক্তির অপেক্ষায় দেবের ‘প্রজাপতি ২’

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
এবার আহানের বিপরীতে শর্বরী

এবার আহানের বিপরীতে শর্বরী

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
বিয়ের সাজে কেয়া পায়েল

বিয়ের সাজে কেয়া পায়েল

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মহানবমী আজ, মণ্ডপে বিদায়ের সুর

বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.