1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে বিরাট সম্মানের: মেহজাবীন - বিজয় টিভি
ঢাকা রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে বিরাট সম্মানের: মেহজাবীন

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে বিরাট সম্মানের: মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২০০৯ সালের ২২ জানুয়ারি ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’-এ সেরা সুন্দরী নির্বাচিত হন তিনি। তার কাছে দিনটি তাই আজও স্মরণীয়। এবার সেই প্রতিযোগিতায় মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

বিষয়টি নিয়ে মেহজাবীন কালবেলাকে নিজের অনভূতির কথা জানিয়েছেন। শুরুতেই তিনি বলেন, ‘যখন লাক্স সুপারস্টার টিম আমাকে এই সিজন-এ একজন মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করল, আমি সত্যিই বিস্মিত হয়েছিলাম। কারণ আমার বিশ্বাসই হচ্ছিল না, যা শুনছি তা সত্যি। আমরা সবাই দেখেছি, গত কয়েক সিজন-এ বিচারকরা ছিলেন অনেক বেশি সিনিয়র, অভিজ্ঞতায় সমৃদ্ধ, এক কথায় কিংবদন্তি ব্যক্তিত্বরা। আর এই বছর যখন আমাকে প্রস্তাব দেওয়া হলো, তখন সত্যিই কিছুটা অবাক হয়েছিলাম।’

মেহজাবীন আরও বলেন, ‘কিন্তু পরে যখন আমি টিমের সঙ্গে বসি, তখন বুঝতে পারি যে, তারা এ বছরের ধারণাটিই সম্পূর্ণ পরিবর্তন করেছে। এবার আমরা বিচারক নই, আমরা মেন্টর—যারা প্রতিযোগীদের শেখাবেন, গাইড করবেন। এবার আমরা প্রতিযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, তাদের শেখাচ্ছি, মেন্টরিং করছি, যাতে তারা গ্র্যান্ড ফিনালের পর নিজেদের যাত্রা শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারে।

এরপর দায়িত্ব পাওয়া নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এই বছরের ধারণা একটু আলাদা, আর এত বড় দায়িত্ব পাওয়া আমার জন্য নিঃসন্দেহে এক বিরাট সম্মান। সত্যি বলতে, আমি নিজেও কখনো কখনো নার্ভাস বোধ করি, যা এপিসোডগুলোতেও কিছুটা বোঝা যায়। কারণ, যখনই আমি প্রতিযোগী মেয়েদের দেখি, আমার নিজের কথা মনে পড়ে যায়—কতটা দুর্বল প্রতিযোগী ছিলাম আমি, যখন লাক্স-এ অংশ নিয়েছিলাম। তাই আমি খুব ভালোভাবেই বুঝতে পারি, ওরা কী মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, ওদের মনে কী ধরনের প্রশ্ন জাগছে—কারণ আমি নিজেও সেই একই পথ অতিক্রম করেছি।’

মেহজাবীনকে শেষ দেখা গেছে ‘প্রিয় মালতী’ সিনেমায়। এই সিনেমা দিয়ে তিনি ঢালিউডে নাম লিখিয়েছেন। এটি নির্মাণ, গল্প ও চিত্রনাট্য করেছেন শঙ্খ দাশগুপ্ত। এতে মেহজাবীন নাম ভূমিকায় অভিনয় করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
মসজিদে গিয়ে বিপাকে সোনাক্ষী

মসজিদে গিয়ে বিপাকে সোনাক্ষী

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মেসির জোড়া গোলে মায়ামির বড় জয়

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
আবার কমলো এলপি গ্যাসের দাম

আবার কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.